সিলেট বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও সংগঠক রাহাত শামস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি পরিচালক নির্বাচিত হয়েছেন।
এছাড়া খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, ক্যাটাগরি ১ থেকে সিলেট বিভাগ থেকে তিনটি মনোনয়ন ফরম কেনা হলেও একটি মাত্র মনোনয়নপত্র জমা হয়। সেটি ছিল রাহাত শামসের। ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। রাহাত শামস সাবেক ক্রিকেটার। তিনি দীর্ঘদিন ধরে সংগঠক হিসেবে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর আগে কাউন্সিলর মনোনয়ন সম্পন্ন হয়। কাউন্সিলরদের ভোটেই বোর্ড পরিচালক নির্বাচিত হন।
এদিকে, খুলনা বিভাগ থেকে দুজন পরিচালক হবেন। এক্ষেত্রে রাজ্জাক ও জুলফিকার ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় তারা নির্বাচিত হয়েছেন। একইভাবে বরিশাল বিভাগ থেকে একমাত্র প্রার্থী ছিলেন সাখাওয়াত হোসেন। ফলে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।